গঙ্গারামপুরের বাণগড় সংস্কারের বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি জেলা শাসক

মধুরিমা দেব , দক্ষিণ দিনাজপুর 

দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর সহ বেশ কয়েকটি ব্লকে ইতিহাসের নিদর্শন পাওয়া যায়। যার মধ্যে উল্লেখযোগ্য গঙ্গারামপুরের বাণগড়। এই বাণগড় বর্তমানে সংস্কারের অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাচ্ছে। এবং এই বাণগড় ধীরে ধীরে দখল হয়ে যাচ্ছে এক শ্রেণীর অসাধু ব্যক্তিদের দ্বারা। ইবান ঘরকে নতুন করে খনন করা এবং নতুন করে সংস্কার করার দাবি তুলেছে ইতিহাস প্রেমী থেকে সাধারণ নাগরিকরাও। আর এই বিষয় নিয়ে বুধবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক। তিনি জানিয়েছেন, এটি আরকোলজী ডিপারমেন্টের ব্যাপার। তিনি এই বিষয় নিয়ে আরকোলজি ডিপারমেন্ট এর সাথে কথা বলবেন। এখানে তাদের অর্থাৎ জেলা পরিষদের কোন বিষয় নেই। তিনি আরো জানিয়েছেন, এই বিষয় নিয়ে স্টেট গভর্নমেন্ট এর মাধ্যমে এ.এস.আই এর সাথে দ্রুত কথা বলবেন।

Stay Conneted