পশ্চিমবঙ্গ সরকারের নগর জীবিকা মিশনের সহযোগিতায় স্ব-নির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রশিক্ষণ শিবির "রূপায়ণে"গঙ্গারামপুর পৌরসভা

মধুরিমা দেব : বিদ্যালয়ের পোষাক সরবরাহ করার উদ্দেশ্য পশ্চিমবঙ্গ সরকারের নগর জীবিকা মিশনের সহযোগিতায় নির্বাচিত স্ব-নির্ভর গোষ্ঠীর মহিলাদের প্রশিক্ষণ শিবির "রূপায়ণে" গঙ্গারামপুর পৌরসভা। উক্ত প্রশিক্ষণ শিবিরে শুভ সূচনায় উপস্থিত ছিলেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র সহ উপস্থিত ছিলেন অন্যান্য কাউন্সিলর সহ পৌরসভার আধিকারিকরা। 
এ বিষয়ে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা জানান - কোভিডের জন্য দু বছর খুব টানাপোড়েনের মধ্যে দিয়েই আমাদের সংসার চলছিল,আমরা নিশ্চিত গঙ্গারামপুর পৌরসভার এই প্রশিক্ষণ শিবির এর মাধ্যমেই আমরা স্কুলের পোশাক তৈরি করে নিজেদের সংসার সহ প্রয়োজনীয় খরচা চালাতে পারবো।আর এই সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ বাংলার মানবিক মুখ্যমন্ত্রী সহ গঙ্গারামপুর পৌরসভার কাছে আমাদেরকে এই পশ্চিমবঙ্গ সরকারের নগর জীবিকা মিশনের আওতায় প্রশিক্ষণ দেওয়ার জন্য। 
এ বিষয়ে পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র  জানান, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ও পশ্চিমবঙ্গ সরকারের নগর জীবিকা মিশনের আওতায় আজ নির্বাচিত স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্কুলের পোশাক তৈরির প্রশিক্ষণ শিবিরের শিবিরের শুভ সূচনা করা হলো এদিন।এতে করে অনেক মহিলা একসাথে আত্ম স্বনির্ভর হবে। 

Stay Conneted