আগ্নেয়াস্ত্র ক্রেতার ছদ্মবেশ আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত সহ গ্রেফতার এক

বিজন দেব : আগ্নেয়াস্ত্র ক্রেতার ছদ্মবেশ নিয়ে একটি অত্যাধুনিক আগ্নোয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল গঙ্গারামপুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছেন, ধৃতের নাম আমিরুল খন্দকার বয়স ৫৮। বাড়ি কুশমন্ডি থানার লক্ষ্মীপুর এলাকায়। সাতদিনের পুলিশের হেপাজতে চেয়ে বুধবার ধৃতকে গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয়।

কুশমন্ডির বাসিন্দা আমিরুল খন্দকার বিভিন্ন সময় বিহারের মুঙ্গের থেকে আগ্নেয়াস্ত্র বিক্রি করার জন্য নিয়ে আসে, সুযোগ বুঝে জেলার বিভিন্ন জায়গায় সেগুলি ৪০ থেকে ৫০ হাজার টাকায় বিক্রি করে বলে অভিযোগ বলে গোপন সূত্রে খবর পায় গঙ্গারামপুর থানার পুলিশ। মঙ্গলবার গঙ্গারামপুর থানার পুলিশ ক্রেতা সেজে আমিরুল খন্দকার সঙ্গে যোগাযোগ করে। পুলিশের ফাঁদে এদিন পুলিশের দেওয়া ঠিকানা গঙ্গারামপুর নারই এলাকায় আসে আমিরুল,তার আগেই গঙ্গারামপুর থানার এসআই বিশ্বজিৎ বর্মনের নেতৃত্বে পুলিশকর্মীরা ছদ্মবেশে নারই পৌঁছোয়। বাইকে চেপে  আমিরুল নারই এলাকায় আসতেই পুলিশের তাকে ঘিরে ফেলে। এরপর তল্লাশি চালিয়ে একটি অত্যাধুনিক আগ্নোয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ সহ তাকে গ্রেপ্তার করে গঙ্গারামপুর থানায় নিয়ে যায়।

Stay Conneted